সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: ABHISHAKE SINGHA | লেখক: DEBKANTA JASH ৩০ জানুয়ারী ২০২৪ ১৩ : ১৮
বীরভূমে কংগ্রেস, সিপিএম ও বিজেপিতে ভাঙন। নলহাটি দু"নম্বর ব্লকের শীতলগ্রামে দুটি গ্রামপঞ্চায়েতের ৫জন সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা।